আফগানিস্তানে ভূমিকম্পে হাসপাতালে আহতের ঢল

কুনারের প্রাদেশিক হাসপাতালের পরিচালক ডা. মুলাদাদ জানিয়েছেন, প্রতি পাঁচ মিনিটে একজন রোগী আসছে হাসপাতালে। ফলে কয়েক ঘণ্টার মধ্যেই পুরো হাসপাতাল পূর্ণ হয়ে গেছে আহত রোগীতে।

নয়া দিগন্ত অনলাইন
আফগানিস্তানের ভূমিকম্পে হতাহতদের উদ্ধারকাজ চলছে
আফগানিস্তানের ভূমিকম্পে হতাহতদের উদ্ধারকাজ চলছে |সংগৃহীত

আফগানিস্তানের কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে প্রাদেশিক হাসপাতাল সেবা দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালের পরিচালক ডা. মুলাদাদ জানিয়েছেন, প্রতি পাঁচ মিনিটে একজন রোগী আসছে হাসপাতালে। ফলে কয়েক ঘণ্টার মধ্যেই পুরো হাসপাতাল পূর্ণ হয়ে গেছে আহত রোগীতে।

প্রাদেশিক হাসপাতাটির প্রধান ডা. মুলাদাদ জানান, সারা রাত ঘুমাতে পারেননি। তাকে রোগীদের ভিড়ের চিকিৎসার জন্য নেতৃত্ব দিতে হয়েছিল।

এই চিকিৎসকের দেয়া তথ্য অনুযায়ী, গত কয়েক ঘণ্টায় নারী ও শিশুসহ ১৮৮ জন আহত হাসপাতালটিতে ভর্তি হয়েছে।

তিনি বলেন, হাসপাতালে কোনো শয্যা খালি নেই। ফলে অনেকে আহত রোগীকে মেঝেতে রেখা চিকিৎসা দিতে হচ্ছে।

ডা: মুলাদাত পরিস্থিতিটাকে সঙ্কট হিসেবে উল্লেখ করেন।

তিনি জানান, তার হাসপাতালেই চারটি লাশ এসেছে, তবে অন্যান্য স্থানীয় ক্লিনিকে আরো বহু লাশ নিয়ে যাওয়া হয়েছে।

আরেকটি প্রদেশ নানগারহারের প্রধান হাসপাতালে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫০ জন আহতের চিকিৎসা চলছে।