ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে আটজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) একজন দুর্যোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
জাতীয় দুর্যোগ সংস্থা বিএনপিবি’র মতে, উত্তর সুমাত্রায় বেশ কয়েকদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। সোমবার থেকে তাপানুলি সেলাটান জেলার কিছু অংশ প্লাবিত হয়েছে।
বিএনপিবির মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে বলেছেন, ‘তাপানুলি সেলাতানে বন্যা ও ভূমিধসে আটজন প্রাণ হারিয়েছেন, ৫৮ জন আহত হয়েছেন এবং দুই হাজার ৮৫১ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।’
তিনি বলেন, স্থানীয় দুর্যোগ সংস্থা ধ্বংসাবশেষ অপসারণের জন্য ভারী যন্ত্রপাতি মোতায়েন করেছে। ফলে জেলায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রদেশের অন্তত তিনটি জেলা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে।
চলতি মাসেই জাভার মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ১৩ জন এখনো নিখোঁজ রয়েছেন।
সূত্র : এএফপি



