ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) উত্তর জাকার্তার কেলাপা গাদিংয়ের একটি স্কুল কমপ্লেক্সের ভেতরের একটি মসজিদে নামাজের সময় এই ঘটনা ঘটেছে।
পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি বলেছেন, বিস্ফোরণের কারণ এখনো তদন্ত করা হচ্ছে। ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অনেকেই গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সংবাদ চ্যানেলগুলোর ফুটেজে দেখা গেছে, স্কুলের চারপাশে পুলিশ লাইনের অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে আছে। তবে মসজিদে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায়নি।
সূত্র : আল জাজিরা



