ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে বলে বৃহস্পতিবার (২ অক্টোবর) জানিয়েছেন উদ্ধারকর্মীরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা শত শত আহত ও হাজার হাজার গৃহহীনদের সহায়তার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এর আগে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর পর ওই এলাকায় আরো চারটি ৫ বা তার বেশি মাত্রার কম্পন অনুভূত হয়।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বুধবার রাতে বোগো শহরে ধসে পড়া একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে এক নারী ও তার শিশুকে উদ্ধার করেছেন দমকলকর্মী ও উদ্ধারকারীরা। দিনের শুরুতে ঘটনাস্থল থেকে আরো একজন নারীর লাশও উদ্ধার করা হয়েছে।
সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ২৯৪ জন আহত হয়েছেন এবং প্রায় ২০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে গেছেন। সেবু দ্বীপের উত্তরে প্রায় ৬০০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। শত শত আফটারশক অনুভূত হওয়ায় অনেকেই রাস্তায় ঘুমাচ্ছেন।
সেবুর প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো বৃহস্পতিবার সাহায্যের জন্য বেশ কয়েকটি জরুরি আবেদন করেন। তিনি বলেন, হাজার হাজার মানুষের নিরাপদ পানীয়, খাবার, পোশাক ও অস্থায়ী আবাসন প্রয়োজন। সেই সাথে উল্লেখযোগ্য সংখ্যক স্বেচ্ছাসেবকও প্রয়োজন।
ভূমিকম্পের কারণে অনেক এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে এবং বোগোর ক্ষতিগ্রস্ত সেবু প্রাদেশিক হাসপাতালের বাইরে বেশ কয়েকজন রোগী তাঁবুতে আশ্রয় নিয়েছেন।
আঞ্চলিক নাগরিক প্রতিরক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৪২টি সম্প্রদায়ের এক লাখ ১০ হাজারেরও বেশি মানুষের বাড়িঘর পুনঃর্নিমাণ এবং তাদের জীবিকা পুনরুদ্ধারের জন্য সহায়তার প্রয়োজন হবে।
সূত্র : বাসস