হংকংয়ে বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৫৫

ঘটনাস্থলেই ৫১ জন এবং হাসপাতালে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন অগ্নিনির্বাপক কর্মীও রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
পুড়ে যাওয়া ভবনগুলো থেকে ধোঁয়া উড়ছে
পুড়ে যাওয়া ভবনগুলো থেকে ধোঁয়া উড়ছে |সংগৃহীত

হংকংয়ের তাই পো ডিস্ট্রিক্টের আবাসিক কমপ্লেক্সে লাগা ভয়াবহ আগুনে এখন পর্যন্ত কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই ৫১ জন এবং হাসপাতালে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন অগ্নিনির্বাপক কর্মীও রয়েছেন।

এর আগে ২৭৯ জন নিখোঁজের তথ্য দিয়েছিল ফায়ার সার্ভিস। তবে সবশেষ তথ্যে নিখোঁজের বিষেয়ে কোনো কিছু জানানো হয়নি।

এদিকে পুলিশ একটি নির্মাণ কোম্পানির তিনজন কর্মকর্তাকে আগুনের সাথে জড়িত সন্দেহে গ্রেফতার করেছে। এদের মধ্যে দুইজন পরিচালক এবং একজন ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট।

তাদের বিরুদ্ধে ভবন নির্মানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এমন উপকরণ, যেমন বাঁশ, পলিস্টাইরিন ফোম ব্যবহারের অভিযোগ উঠেছে।

ওয়াং ফুক কোর্ট নামে ওই আবাসিক কমপ্লেক্সে ২৪ ঘণ্টা ধরে জ্বলা আগুন নিয়ন্ত্রণে ৮০০-এর বেশি দমকল কর্মী কাজ করছেন। আটটি টাওয়ার ব্লক নিয়ে এই কমপ্লেক্স। প্রতিটি ভবন ৩১ তলা উঁচু।

২০২১ সালের সরকারি আদমশুমারি অনুযায়ী, এই আবাসিক কমপ্লেক্সে প্রায় চার হাজার ৬০০ মানুষের জন্য এক হাজার ৯৮৪ টি অ্যাপার্টমেন্ট রয়েছে।

১৯৮৩ সালে নির্মিত এই টাওয়ার ব্লকগুলোতে সংস্কার কাজ চলছিলো। ভবনগুলো বাইরে থেকে বাঁশের আচ্ছাদন দিয়ে ঢেকে রাখা ছিলো।

বুধবার স্থানীয় সময় দুপুর দুইটা ৫১ মিনিটে এই কমপ্লেক্সে আগুন লাগে। বিভিন্ন ফুটেজে দেখা গেছে, বাঁশের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে এই আগুনকে লেভেল ফাইভ হিসেবে চিহ্নিত করেছে দেশটির ফায়ার ডিপার্টমেন্ট। সবশেষ ১৭ বছর আগে হংকংয়ে এমন ব্যাপক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল।

সূত্র : বিবিসি