ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত বেড়ে ৪৫

রোববার ধ্বংসস্তূপ থেকে আরো ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যার ফলে নিহতের সংখ্যা ৪৫ জনে দাঁড়িয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুল ভবন ধসে পড়ার ঘটনায় রোববার (৫ আগস্ট) নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে আরো লাশ উদ্ধার করেছে।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস) তথ্য অনুসারে, উদ্ধারকারীরা রোববার ধ্বংসস্তূপ থেকে আরো ১৯ জনের লাশ উদ্ধার করেছে। যার ফলে নিহতের সংখ্যা ৪৫ জনে দাঁড়িয়েছে। আগের দিন নিহতের সংখ্যা ছিল ৩৭ জন।

বাসারনাসের অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্ত্যো সাংবাদিকদের জানিয়েছেন, উদ্ধারকারীরা মোট ১৪৯ জনকে উদ্ধার করেছেন। এর মধ্যে ৪৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ১০৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ১৮ জন।

ইন্দোনেশিয়ার অপর উদ্ধারকারী সংস্থা ন্যাশনাল অ্যাজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্স (বিএনপিবি)-এর ডিজাস্টার ডেটা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের প্রধান আবদুল মুহারি জানিয়েছেন, স্কুলভবন ধসের পর আহত অবস্থায় ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে, বাকি ১৫ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

গত সোমবার সিদোয়ারজো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলটি ধসে পড়ে। এ সময় শত শত শিক্ষার্থী ভেতরে অবস্থান করছিল। প্রাথমিকভাবে কমপক্ষে পাঁচজন শিক্ষার্থী নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি