জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করবেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে নোবেলের প্রতি ট্রাম্পের মনোযোগ ক্রমশ বেড়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি বিশ্বজুড়ে বেশ কয়েকটি সংঘাতের অবসান ঘটিয়েছেন। পাকিস্তান, আজারবাইজান ও কম্বোডিয়াসহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই তাকে পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে।
তাকাইচি মঙ্গলবার সকালে টোকিওতে ট্রাম্পের সাথে দেখা করেন। সে সময় তারা অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।
পরে ট্রাম্পের সাথে যৌথ সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে বিশ্ব আরো শান্তি উপভোগ করতে শুরু করেছে। আমি নিজেও মুগ্ধ ও অনুপ্রাণিত হয়েছি, মি. প্রেসিডেন্ট।’
এদিকে, ট্রাম্প বলেন, টোকিওতে তাকাইচির সাথে বৈঠকের পর যুক্তরাষ্ট্র-জাপানের সম্পর্ক অভূতপূর্ব শক্তিশালী হবে। তিনি বলেন, ‘জাপানের প্রতি আমার সবসময়ই অগাধ ভালোবাসা ও গভীর শ্রদ্ধা রয়েছে, এবং আমি বলব যে এই সম্পর্ক আগের চেয়েও আরো শক্তিশালী হবে।’
টোকিওর প্রতি অটল সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে তাকাইচিকে ট্রাম্প বলেন, ‘যেকোনো প্রশ্ন, যেকোনো সন্দেহ, আপনার যেকোনো প্রয়োজনে’ যুক্তরাষ্ট্র পাশে থাকবে। তিনি দুই দেশকে ‘সবচেয়ে শক্তিশালী’ মিত্র হিসেবে বর্ণনা করে।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড



