জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধ করতে হবে : উত্তর কোরিয়া

গত বৃহস্পতিবার জাপানের বার্তাসংস্থা কিয়োডোকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বলেছিলেন, ‘আমি মনে করি আমাদের পারমাণবিক অস্ত্র থাকা উচিত।’

নয়া দিগন্ত অনলাইন
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন |সংগৃহীত

উত্তর কোরিয়া রোববার (২১ ডিসেম্বর) বলেছে, যেকোনো মূল্যে জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বন্ধ করতে হবে। টোকিওর একজন কর্মকর্তা জাপানের পারমাণবিক অস্ত্র রাখা উচিত বলে মন্তব্য করার পর উত্তর কোরিয়া এ মন্তব্য করেছে।

গত বৃহস্পতিবার জাপানের বার্তাসংস্থা কিয়োডোকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বলেছিলেন, ‘আমি মনে করি আমাদের পারমাণবিক অস্ত্র থাকা উচিত।’ এর পরপরই পিয়ংইয়ংয় এই প্রতিক্রিয়া জানিয়েছে। জাপানের নিরাপত্তা নীতি প্রণয়নে ওই কর্মকর্তা জড়িত ছিলেন বলে জানা গেছে।

কিয়োডোর প্রতিবেদনে সূত্রটির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘শেষ পর্যন্ত, আমরা কেবল নিজেদের ওপর নির্ভর করতে পারি।’ এদিকে পিয়ংইয়ং বলেছে, জাপানের এই মন্তব্যগুলো তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার প্রমাণ এবং এটি সীমা লঙ্ঘন করে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ইনস্টিটিউট ফর জাপান স্টাডিজের পরিচালক রোববার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ‘জাপানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা যেকোনো মূল্যে রোধ করতে হবে। কারণ, এটি মানবজাতির জন্য একটি বিরাট বিপর্যয় ডেকে আনবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয়ার কর্মকর্তা বলেন, জাপান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তাহলে এশীয় দেশগুলো একটি ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের সম্মুখীন হবে এবং মানবজাতি একটি বিরাট বিপর্যয়ের মুখোমুখি হবে।

বিবৃতিতে পিয়ংইয়ংয়ের নিজস্ব পারমাণবিক কর্মসূচির কথা বলা হয়নি, যার মধ্যে জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে ২০০৬ সালে প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালানো হয়।

এএফপি জানিয়েছে, উত্তর কোরিয়ার কাছে ডজন ডজন পারমাণবিক অস্ত্র রয়েছে বলে মনে করা হয় এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও বারবার সেগুলো রাখার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছ থেকে সামরিক হুমকি প্রতিরোধ করার জন্য তাদের এগুলো প্রয়োজন।

গত সেপ্টেম্বরে জাতিসঙ্ঘে এক ভাষণে উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম সন গিয়ং বলেন, তার দেশ কখনই পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। তিনি বলেন, ‘আমরা কখনই পারমাণবিক অস্ত্র ত্যাগ করব না যা আমাদের রাষ্ট্রীয় আইন, জাতীয় নীতি এবং সার্বভৌম ক্ষমতা এবং অস্তিত্বের অধিকার। যেকোনো পরিস্থিতিতে আমরা কখনোই এই অবস্থান থেকে সরে আসব না।’

তিনি আরো বলেন, ‘উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও বলেছেন যে তিনি ওয়াশিংটনের সাথে আলোচনা করতে প্রস্তুত। তবে শর্ত হলো, যদি পিয়ংইয়ংকে তার পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেয়া হয়।’

সূত্র : বাসস