ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে ৬৬ জনের মৃত্যু

সেবুর দক্ষিণে মিন্দানাও দ্বীপে ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য মোতায়েন করা একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

নয়া দিগন্ত অনলাইন

ফিলিপাইনে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুনের আঘাতে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়াও লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) এক রেডিও সাক্ষাৎকারে একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, টাইফুন কালমেগির তাণ্ডবে সেবুর সবচেয়ে জনবহুল কেন্দ্রীয় দ্বীপের পুরো শহর প্লাবিত হয়েছে। সেখানে ৪৯ জন নিহত হয়েছেন। আরো ২৬ জন নিখোঁজ রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওগুলোতে দেখা গেছে, মানুষ ছাদে আশ্রয় নিচ্ছে, আর গাড়ি ও শিপিং কন্টেইনার রাস্তা দিয়ে ভেসে যাচ্ছে।

এদিকে, সেবুর দক্ষিণে মিন্দানাও দ্বীপে ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য মোতায়েন করা একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ছয়জন ক্রু সদস্য নিহত হন।

মঙ্গলবার আগুসান দেল সুরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। সাহায্যের জন্য পাঠানো চারটি বিমানের মধ্যে এটি একটি ছিল।

মঙ্গলবার ভোরে স্থলভাগে আঘাত হানার পর থেকে স্থানীয়ভাবে টিনো নামে পরিচিত এই ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়েছে। তবে এখনো ঘণ্টায় ৮০ মাইলেরও বেশি বেগে বাতাস বইছে। বুধবারের মধ্যে এটি ভিসায়াস দ্বীপপুঞ্জ অঞ্চলজুড়ে দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে প্রবাহিত হবে।

সূত্র : বিবিসি