হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৯ জনে পৌঁছেছে। হাউজিং কমপ্লেক্সের সবগুলো ব্লকে অনুসন্ধানের পর আজ বুধবার পুলিশ এ তথ্য জানিয়েছে। তবে এটিই চূড়ান্ত সংখ্যা নাও হতে পারে বলে জানানো হয়েছে।
তাই পো জেলার একটি হাউজিং কমপ্লেক্সে গত বুধবার পর্যন্ত জ্বলতে থাকা আগুনটি ১৯৮০ সালের পর সে দেশে সবচেয়ে প্রাণঘাতী।
পুলিশ কমিশনার জো চৌ এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা ১৫৯ জনের লাশ পেয়েছি, যার মধ্যে ১৪০ জনের লাশ প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। সম্পূর্ণ ভবন অনুসন্ধানের পর এটি তাৎক্ষণিক সংক্ষিপ্ত প্রতিবেদন।
তিনি উল্লেখ করেন, নিহতের সংখ্যা এখনো সংশোধন করা হতে পারে। কারণ, আমাদের সদস্যরা সন্দেহজনক মানব হাড় খুঁজে পেয়েছেন, এ ব্যাপারে নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার প্রয়োজন।
তিনি আরো বলেন, নিহতের মধ্যে অন্তত ৯১ জন নারী এবং ৪৯ জন পুরুষ। এক বছর বয়সী শিশু থেকে ৯৭ বছরের বৃদ্ধ পর্যন্ত নিহতের তালিকায় রয়েছে।
সূত্র : এএফপি/বাসস



