বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করতে যাচ্ছে জাপান

জাপান বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়াতে পুনরায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর বিরোধিতা করে বিক্ষোভ স্থানীয়দের
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর বিরোধিতা করে বিক্ষোভ স্থানীয়দের |আল জাজিরা

জাপান বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়াতে পুনরায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সোমবার নিগাতার স্থানীয় সরকার কর্তৃক এক ভোটে বিদ্যুৎ কেন্দ্রটির আংশিক পুনঃসূচনা সবুজ সঙ্কেত পেয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, জনসাধারণের বিরোধিতা সত্ত্বেও ফুকুশিমা বিপর্যয়ের পর ৫৪টি চুল্লি বন্ধ করে দেয়া হয়েছিল। এখন ১৫ বছর পর ওই নীতি পরিবর্তন করে জাপান নির্গমন কমাতে বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা পুনরায় চালু করেছে।

নিগাতা প্রিফেকচারের অ্যাসেম্বলি গভর্নর হিদেয়ো হানাজুমির উপর আস্থা ভোটে পাস করে। তিনি গত মাসে পুনঃসূচনাকে সমর্থন করেছিলেন। ফলে বিদ্যুৎকেন্দ্রটি আবারো কার্যক্রম শুরু করতে সক্ষম হয়েছিল।

২০১১ সালে ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমায় তিনবার বিদ্যুৎ বিভ্রাট জাপানের পারমাণবিক শক্তি অবকাঠামোর উপর আস্থা নষ্ট করে দেয়। তবে আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করার পরিবেশগত ও অর্থনৈতিক ব্যয় জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচিকে কিছু বন্ধ বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করার পক্ষে সমর্থন করতে বাধ্য করেছে।

দেশে এখনো চালু থাকা ৩৩টি পারমাণবিক কেন্দ্রের মধ্যে চৌদ্দটি পুনরুজ্জীবিত হয়েছে। তবে কাশিওয়াজাকি-কারিওয়া হলো টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টিইপিসিও) পরিচালিত প্রথম চুল্লি, যা ফুকুশিমা কেন্দ্র পরিচালনা করতো।

জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, টিইপিসিও ২০ জানুয়ারি বিদ্যুৎ কেন্দ্রের সাতটি চুল্লির মধ্যে প্রথমটি পুনরায় সক্রিয় করার কথা বিবেচনা করছে।

জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় অনুমান করেছে, প্রথম চুল্লিটিই টোকিও অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ২ শতাংশ বাড়িয়ে দিতে পারে।

সূত্র : আল জাজিরা