চলতি বছর মেঘ ভাঙন, ঘূর্ণঝড় ও বৃষ্টিতে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এবার পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের দিকে ধেয়ে আসছে বছরের অন্যতম শক্তিশালী টাইফুন ‘কাজিকি’।
এর আঘাত থেকে রক্ষায় সোমবার উপকূলীয় অঞ্চল থেকে কয়েক লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়া শুরু হয়েছে। দেশটির মধ্যাঞ্চলে ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার বেগে টাইফুনটি আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, থান হোয়া, কোয়াং ত্রি, হিউ এবং দানাং অঞ্চলের প্রায় দেড় লাখ পরিবারকে উপকূল থেকে সরিয়ে দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় ভিয়েতনাম এয়ারলাইন্স এবং ভিয়েজেট বিমান পরিষেবা বন্ধ রেখেছে।
আমেরিকার জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, দক্ষিণ চীন সাগর থেকে ১৭৫ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ধেয়ে আসছে কাজিকি। এর ফলে ব্যাপক বৃষ্টি এবং বন্যার আশঙ্কা আছে।