হংকংয়ে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১৫১, তদন্তের নির্দেশ

আগুন ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সের সাতটি ভবনে ছড়িয়ে পড়েছিল। ওই কমপ্লেক্সে চার হাজার ৬০০ জনেরও বেশি মানুষ বাস করত।

নয়া দিগন্ত অনলাইন
পুড়ে যাওয়া ভবন থেকে ধোঁয়া উড়ছে
পুড়ে যাওয়া ভবন থেকে ধোঁয়া উড়ছে |সংগৃহীত

হংকংয়ের নেতা জানিয়েছেন, গত কয়েক দশকের মধ্যে শহরের সবচেয়ে ভয়াবহ আগুনের ঘটনায় তদন্তের জন্য একটি স্বাধীন কমিটি গঠন করা হবে। দেশটির তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক ভবনে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ১৫১ জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) চীনা-শাসিত অঞ্চলের প্রধান নির্বাহী জন লি আগুনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। আগুন শহরের তাই পো জেলায় ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সের সাতটি ভবনে ছড়িয়ে পড়েছিল। ওই কমপ্লেক্সে চার হাজার ৬০০ জনেরও বেশি মানুষ বাস করত।

তিনি সাংবাদিকদের বলেন, ‘এই ধরনের দুর্ঘটনা যাতে আবার না ঘটে, সেজন্য আমি বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন কমিটি গঠন করবভ। তারা আগুনের কারণ, এর দ্রুত বিস্তার এবং সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করবে। আমাদের সত্য উন্মোচন করতে হবে, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’

শহরে এমন বিপর্যয় দেখা দেয়ার পরেও তিনি তার পদে বহাল থাকবেন কি না- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে লি বলেন, ‘সংস্কার প্রয়োজন। হ্যাঁ, আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা চিহ্নিত করেছি। ঠিক এই কারণেই আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে কাজ করতে হবে যাতে এই সব ফাঁকফোকরগুলো বন্ধ করা যায়।’

তিনি আরো বলেন, ‘ত্রুটিগুলো দূর করা হবে। বাধাগুলো দূর করা হবে এবং আমরা পুরো ভবন সংস্কার ব্যবস্থায় পরিবর্তন আনব। যাতে এ ধরনের ঘটনা আবার না ঘটে।’

গত বুধবার বিকেলে বহুতল ভবনগুলোর রক্ষণাবেক্ষণের জন্য হাউজিং কমপ্লেক্সে স্থাপন করা বাঁশের ভারা থেকে আগুনের সূত্রপাত হয়। কর্তৃপক্ষ ধারণা করছে, দ্রুত বাতাস ও সংস্কারের সময় ব্যবহৃত নিম্নমানের প্লাস্টিকের জাল এবং ইনসুলেশন ফোমের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যা আগুন নেভানোর প্রচেষ্টাকে ব্যাহত করে।

লি বলেন, সংস্কারের দায়িত্বপ্রাপ্তরা ‘পরিদর্শন ফাঁকি দেয়ার জন্য’ অনুমোদিত জালের সাথে নিম্নমানের প্রতিরক্ষামূলক জাল মিশিয়েছিলেন। কর্মকর্তারা জানান, কমপ্লেক্সের ফায়ার অ্যালার্মগুলোও সঠিকভাবে কাজ করছিল না।

সূত্র : আল জাজিরা