চীনে ৫.৮ মাত্রার ভূমিকম্প

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের দক্ষিণাঞ্চলে আজ ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, জিনজিয়াং প্রদেশের তুমক্সুক কাউন্টিতে ১০ কিলোমিটার গভীরতায় স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পটি ৬ মাত্রার ছিল।

সাংহাই ডেইলি জানিয়েছে, জিনজিয়াংয়ের কিজিলসু কিরগিজ স্বায়ত্তশাসিত প্রিফেকচারের আহেকি কাউন্টিতেও কম্পন অনুভূত হয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি