ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে আঘাত হানে। এর প্রভাবে পোসো অঞ্চলে প্রচণ্ড কম্পন অনুভূত হয়।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু মানুষ আহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) দেশটির সুলাওয়েসিতে এই ভূমিকম্প আঘাত হেনেছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, রোববার ভোরে ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েসিতে ৬ মাত্রার ভূমিকম্পে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে আঘাত হানে। এর প্রভাবে পোসো অঞ্চলে প্রচণ্ড কম্পন অনুভূত হয় এবং আশপাশের এলাকাও কেঁপে ওঠে। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, এতে ২৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

বিএনবিপি আরো জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের তথাকথিত প্যাসিফিক রিং অফ ফায়ার-এ অবস্থিত। এটি ভূমিকম্পগতভাবে অত্যন্ত একটি সক্রিয় অঞ্চল। এখানে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ ঘটে। ফলে দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়।

সূত্র : রয়টার্স