কম্বোডিয়ায় অনলাইন প্রতারণা দমন অভিযানে আরো ১০ জন দক্ষিণ কোরিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন।
খবরটি এমন সময় এলো, যখন দক্ষিণ কোরিয়া শনিবার ৬৪ জন নাগরিককে দেশে ফিরিয়ে নিয়েছে, যারা কম্বোডিয়ায় অনলাইন প্রতারণা কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আটক ছিলেন।
সংবাদ সম্মেলনে জানান চো জানিয়েছেন, বৃহস্পতিবার কম্বোডিয়ান কর্তৃপক্ষ প্রতারণা দমন অভিযানের সময় আনুমানিক ১০ জন দক্ষিণ কোরিয়ানকে গ্রেফতার করে, যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার সন্দেহ রয়েছে।
তিনি আরো জানান, একই দিনে আরো দুইজন দক্ষিণ কোরিয়ান নাগরিককে উদ্ধার করা হয়েছে, যাদের প্রতারণার শিকার বলে ধারণা করা হচ্ছে। তারা সবাই এই সপ্তাহেই দেশে ফিরবেন বলে জানিয়েছে সিউলভিত্তিক ইয়োনহাপ নিউজ।
চো আরো বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বব্যাপী অনলাইন প্রতারণা সাথে জড়িত দক্ষিণ কোরিয়ান নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং এ ধরনের ঘটনার মোকাবেলায় আরো ৪০ জন কনস্যুলার কর্মী নিয়োগের পরিকল্পনা করছে।
তিনি কম্বোডিয়ার সাথে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা বিশ্বাস করি, কম্বোডিয়ান সরকারের সাথে ঘনিষ্ঠ পরামর্শের মাধ্যমে আমরা কার্যকরভাবে কাজ করতে পারব।’
জনমনে উদ্বেগ আরো বেড়ে যায়, যখন আগস্ট মাসে কম্বোডিয়ায় অনলাইন প্রতারণা পরিচালনাকারী একটি অপরাধী চক্রের হাতে এক দক্ষিণ কোরিয়ান কলেজ শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়ে নিহত হয়।
প্রতিক্রিয়ায়, দক্ষিণ কোরিয়া কূটনৈতিক প্রচেষ্টা ও তদন্ত কার্যক্রম জোরদার করেছে । এর অংশ হিসেবে অপরাধচক্রের কবল থেকে তাদের নাগরিকদের সন্ধান ও উদ্ধার অভিযানও চালানো হচ্ছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



