চীনে গাড়ি দুর্ঘটনায় শিশুসহ নিহত ৮

বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে যাওয়া ঢালু সড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

নয়া দিগন্ত অনলাইন

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে কয়েকটি শিশুসহ আটজন নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার (২৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।

বেইজিং থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার বিকেলে সাংহাইয়ের প্রায় ৪৮০ কিলোমিটার পশ্চিমে গ্রামীণ পেংজে কাউন্টিতে দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি ছোট ছোট জলাশয় ও খাল-বিলের জন্য পরিচিত।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলি প্রেসের অধীনের প্রকাশনা ‘নিউ সিকিউরিটি’ জানিয়েছে, বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে যাওয়া ঢালু সড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।

প্রতিবেদনে বলা হয়, সাত আসনের ওই গাড়িটি এলাকার একটি বেসরকারি কিন্ডারগার্টেনের শিশুদের পরিবহনে ব্যবহার করা হতো। দুর্ঘটনার সময় গাড়িটিতে কিন্ডারগার্টেনের একাধিক শিশু ছিল বলে স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানানো হয়েছে।

কাউন্টির নিরাপত্তা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, নিহত আটজনের মধ্যে চালকও রয়েছেন। তিনি ৪৯ বছর বয়সী লুও পদবির এক নারী। বাকিদের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এ নিয়ে তদন্ত চলছে।

সূত্র : বাসস

Topics