জাতিসঙ্ঘের ভেটো ক্ষমতার সংস্কার চায় মালয়েশিয়া

জাতিসঙ্ঘে ভেটোদানের ক্ষমতাকে বাদ দেয়া, অথবা অন্তত সীমিত করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। একইসাথে ইসরাইলের উপর নিষেধাজ্ঞা আরোপেরও তাগিদ দিয়েছে দেশটি।

নয়া দিগন্ত অনলাইন
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান |আনাদোলু এজেন্সি

জাতিসঙ্ঘে ভেটোদানের ক্ষমতাকে বাদ দেয়া, অথবা অন্তত সীমিত করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। একইসাথে ইসরাইলের উপর নিষেধাজ্ঞা আরোপেরও তাগিদ দিয়েছে দেশটি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিরাপত্তা পরিষদে দেয়া এক ভাষণে এই আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান।

জাতিসঙ্ঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ওই সভায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রাখেন, আমার এখন জানতে ইচ্ছে করে যে ফিলিস্তিনে দখলদারিত্ব বন্ধে ব্যর্থতার জন্য কি এখন আমাদের নিজেদেরকে নিজেদের অভিবাদন জানানো উচিৎ?

এ সময় তিনি ইসরাইলের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। একইসাথে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করার এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘমেয়াদি সহায়তার উপর জোরারোপ করেন।

মোহাম্মদ হাসান জোর দিয়ে বলেন, গত ৯ সেপ্টেম্বর ইসরাইল কাতারের উপর যে হামলা করল, এটি তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং সমঝোতা চুক্তির সবধরনের প্রচেষ্টার প্রতি সুস্পষ্ট অসম্মান।

তিনি আরো বলেন, তার দেশ ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সংহতি বজায় রাখবে।

এ সময় তিনি ইঙ্গিত দেন যে কেবল দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানই ফিলিস্তিন ইস্যুর সমাধানের জন্য যথেষ্ট নয়।

সূত্র : আনাদোলু এজেন্সি