মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দুই কোরিয়াকে পৃথককারী সীমান্ত পরিদর্শনের এক ঘণ্টা আগে উত্তর কোরিয়া একাধিক আর্টিলারি রকেট নিক্ষেপ করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানিয়েছে, গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনার কয়েক মিনিট আগে পিয়ংইয়ং একই ধরনের অস্ত্র নিক্ষেপ করেছিল।
জেসিএস জানিয়েছে, তারা পশ্চিম সাগরের উত্তর অংশে প্রায় ১০টি আর্টিলারি রকেট নিক্ষেপ করার ঘটনা শনাক্ত করেছে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা এবং সোমবার স্থানীয় সময় বিকেল ৪টায় এসব রকেট ছোড়া হয়।
জেসিএস আরো জানিয়েছে, প্রজেক্টাইলের বিস্তারিত জানতে বর্তমানে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ নিবিড়ভাবে বিশ্লেষণ করছে।
সোমবার হেগসেথ উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী সুরক্ষিত সীমান্ত পরিদর্শন করেন। আট বছরের মধ্যে প্রথম পেন্টাগন প্রধান হিসেবে এই সফর করেন।
হেগসেথের এই সফর এমন সময়ে হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে তার এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে আলোচনার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে পিয়ংইয়ং থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি কিমের সাথে ভবিষ্যতের বৈঠকের জন্য ‘ফিরে আসতে’ ইচ্ছুক।
সূত্র : বাসস
 


