জেদ্দার ইনডোর জঙ্গল : শহরে এনেছে প্রকৃতির স্বাদ

এখানে ছোট ছোট ছেলে-মেয়েরা সরাসরি প্রাণীদের ছুঁয়ে দেখতে পারছে। খাওয়াতে পারছে ছাগলকে। দেখতে পারছে পাখিদের উড়াল ও সাপের চলাফেরা। গাছ লাগানো, রং করা, ও স্কুলভিত্তিক নানা খেলায় অংশ নিচ্ছে শিশুরা।

জেদ্দার ইনডোর জঙ্গল আনন্দে মেতেছেন শিশুরা
জেদ্দার ইনডোর জঙ্গল আনন্দে মেতেছেন শিশুরা |আরব নিউজ

মোহাম্মদ ইব্রাহিম

গরমের তীব্রতা যখন চরমে, তখন জেদ্দার বাসিন্দারা শান্তি খুঁজছেন শীতল ও প্রাকৃতিক পরিবেশে। এমন সময় শহরের ভেতরেই গড়ে উঠেছে এক অনন্য ইনডোর জঙ্গল ‘ফরেস্ট ওয়ান্ডার্স’, যা প্রাণী, প্রকৃতি ও বিনোদনের এক অসাধারণ সংমিশ্রণ। আয়োজন করা হয়েছে ৪৫ দিনের এক অনুষ্ঠানের।

জেদ্দা সিজনের অংশ হিসেবে আয়োজিত এই ৪৫ দিনব্যাপী অনুষ্ঠানটি শুরু হয় ১৬ জুলাই। শহরের কিং আবদুল আজিজ রোডে ৭ হাজার ৫০০ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত এই বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত জঙ্গলে ২০০-র বেশি প্রাণী স্থান পেয়েছে। দর্শনার্থীরা এখানে হাঁটতে হাঁটতে বিভিন্ন অঞ্চল ঘুরে দেখতে পাওয়া যায় মিরক্যাট, র‌্যাকুন, লেমুর, ফ্লেমিংগো, কচ্ছপসহ অসংখ্য প্রাণী।

Indor-Forest-05

এখানে ছোট ছোট ছেলে-মেয়েরা সরাসরি প্রাণীদের ছুঁয়ে দেখতে পারছে। খাওয়াতে পারছে ছাগলকে। দেখতে পারছে পাখিদের উড়াল ও সাপের চলাফেরা। গাছ লাগানো, রং করা, ও স্কুলভিত্তিক নানা খেলায় অংশ নিচ্ছে শিশুরা। অনেকেই মনে করছেন, এই অভিজ্ঞতা কেবল আনন্দই নয়, শিক্ষাও দিচ্ছে পরিবেশ ও প্রাণীর সংরক্ষণ সম্পর্কে।

ঘুরতে আসা ৩৬ বছর বয়সী আবদুল্লাহ আল-হাশমি বলেন, এমন জঙ্গল শুধু আনন্দের উৎস নয়, এটি মানুষকে প্রাণী সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা সম্পর্কেও শিক্ষা দেয়।

Indor-Forest-06

জামিল আল-শিখি নামে আরেক দর্শনার্থী বলেন, আমার সন্তানরা প্রায় সব প্রাণীর সঙ্গেই আনন্দ করেছে এবং তারা এখনো আরও দেখতে চায়। গাছ লাগানো ও রঙ করার মতো কার্যক্রমে অংশ নিয়ে ওরা অনেক কিছু শিখেছে।

আয়োজকরা জানান, এমন আয়োজন শুধু শহরবাসীদের জন্য বিনোদনের নতুন দিগন্ত খুলে দিয়েছে তা না, বরং একটি সচেতন, শিক্ষামূলক পরিবেশও তৈরি করেছে। পশুপ্রেম, পরিবেশ সচেতনতা ও টেকসই জীবনধারার বার্তা পৌঁছাচ্ছে- শিশু ও প্রাপ্তবয়স্কদের কাছে।

‘ফরেস্ট ওয়ান্ডার্স’ শহরের মাঝেই তৈরি করেছে এক সবুজ, শান্তিময়, শিক্ষা ও আনন্দে ভরা প্রকৃতির রাজ্য।

সূত্র : আরব নিউজ।

লেখক : নয়া দিগন্তে ইন্টার্ন শিক্ষার্থী।

1 / 3
image
2 / 3
image
3 / 3
image