জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন সানায়ে তাকাইচি

তাকাইচি জাপানের রাজনীতিতে পরিচিত এবং একইসাথে বিতর্কিত এক মুখ। তিনি ক্ষমতাসীন দলের ডানপন্থী রক্ষণশীল প্রার্থীদের মধ্যে একজন।

নয়া দিগন্ত অনলাইন
সানায়ে তাকাইচি
সানায়ে তাকাইচি |সংগৃহীত

জাপানের ক্ষমতাসীন রক্ষণশীল দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) তাদের নতুন নেতা হিসেবে সানায়ে তাকাইচিকে নির্বাচিত করেছে। এর ফলে ৬৪ বছর বয়সী এই রাজনীতিক দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

তাকাইচি জাপানের রাজনীতিতে পরিচিত এবং একইসাথে বিতর্কিত এক মুখ। তিনি ক্ষমতাসীন দলের ডানপন্থী রক্ষণশীল প্রার্থীদের মধ্যে একজন। তিনি সাবেক মন্ত্রী, টেলিভিশন উপস্থাপক ও হেভি মেটাল ড্রামার হিসেবেও পরিচিত।

তাকাইচিকে সামনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর মধ্যে রয়েছে মন্দার মুখে থাকা অর্থনীতি ও লাগামছাড়া মূল্যস্ফীতিতে ভোগা জনগণকে সহায়তা করা। এছাড়াও তাকে যুক্তরাষ্ট্র-জাপানের মধ্যে টানাপোড়েনপূর্ণ সম্পর্ক কাটিয়ে উঠতে হবে। পাশাপাশি তাকে আগের সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সাথে যে শুল্কচুক্তি হয়েছিল, সেটি বাস্তবায়নেও নজর দিতে হবে।

প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলে তাকাইচির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হবে ক্ষমতাসীন দলকে ঐক্যবদ্ধ রাখা। গত কয়েক বছরে দলটি একের পর এক কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত মাসে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ধারাবাহিকভাবে নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগের ঘোষণা দেন। এতে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) নেতৃত্বাধীন জোট সংসদের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায়।

সূত্র : বিবিসি