ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টা ৫৬ মিনিটে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

নয়া দিগন্ত অনলাইন

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে সুমাত্রা দ্বীপে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৪টা ৫৬ মিনিটে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এর উৎপত্তিস্থল সিমেলু দ্বীপের পূর্ব উপকূলে সিনাবাং শহর থেকে ৪৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ২৫.৪ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এ অবস্থানের কারণে বিশাল দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়া ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়। এখানে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি