মিয়ানমারে অনলাইন জালিয়াতি কেন্দ্রে অভিযান, গ্রেফতার ৩৪৬

মঙ্গলবার সকালে মিয়ানমারের সেনাবাহিনী জুয়া ও জালিয়াতির কেন্দ্র শোয়ে কোক্কোতে অভিযান চালায়। এ সময় ৩৪৬ জন বিদেশী নাগরিককে গ্রেফতার করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, তারা থাই সীমান্তে একটি ইন্টারনেট জালিয়াতির কেন্দ্রে অভিযান চালিয়ে প্রায় ৩৫০ জনকে গ্রেফতার করেছে। এটি ক্রমবর্ধমান কালোবাজারি চক্রের বিরুদ্ধে বহুল প্রচারিত অভিযানের একটি অংশ।

বুধবার (১৯ নভেম্বর) সেনাবাহিনী সশস্ত্র বিরোধী দলগুলোকে তাদের সুরক্ষায় জালিয়াতি কেন্দ্রগুলোকে পরিচালনা করার অনুমতি দেয়ার জন্য দায়ী করেছে। তারা আঞ্চলিক নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর এ অভিযান চালিয়েছে।

রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমারের মতে, মঙ্গলবার সকালে মিয়ানমারের সেনাবাহিনী জুয়া ও জালিয়াতির কেন্দ্র শোয়ে কোক্কোতে অভিযান চালায়।

প্রতিবেদনে বলা হয়, ‘অভিযানের সময় বর্তমানে তদন্তাধীন ৩৪৬ জন বিদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে। অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত প্রায় ১০ হাজার মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।’

এতে বলা হয়েছে, চীনা-কম্বোডিয়ান অভিযুক্ত র‌্যাকেটিয়ার শে ঝিচিয়াংয়ের ইয়াতাই প্রতিষ্ঠানটি এই শুই কোক্কো এলাকা পরিচালনার সাথে জড়িত ছিল।

২০২২ সালে থাইল্যান্ডে তাকে গ্রেফতার করা হয় এবং গত সপ্তাহে তাকে চীনে প্রত্যর্পণ করা হয়। সেখানে তার বিরুদ্ধে অনলাইন জুয়া ও জালিয়াতির অভিযোগ রয়েছে। তিনি ও তার কোম্পানি ইয়াতাই এর আগে ব্রিটিশ ও মার্কিন নিষেধাজ্ঞার অধীনে ছিল।

কোভিড-১৯ মহামারীর পর থেকে থাইল্যান্ড, মিয়ানমার, লাওস ও কম্বোডিয়ার সাথে সংযোগকারী সীমান্ত অঞ্চলগুলো অনলাইন জালিয়াতির কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে।

জাতিসঙ্ঘের মতে, এই অঞ্চলগুলো লাখ লাখ মানুষকে জোরপূর্বক জালিয়াতি সংস্থায় কাজ করার জন্য পাচারের মাধ্যমে কোটি কোটি ডলার আয় করেছে।

সূত্র : আল জাজিরা