থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি মহাসড়ক নির্মাণস্থলে ক্রেন ভেঙে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সামুত সাখন প্রদেশে নির্মাণাধীন রামা টু এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
ঘটনাস্থল থেকে পুলিশ কর্মকর্তা সিথিপর্ন কাসি বলেন, ‘এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। এতে আর কেউ আহত হয়নি।’
এই দুর্ঘটনার এক দিন আগে থাইল্যান্ডে আরেকটি ভয়াবহ ক্রেন দুর্ঘটনায়, একটি ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত ৩২ জনের মৃত্যু হয়।
পরপর দু’দিনের দুর্ঘটনা দেশজুড়ে নির্মাণ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র : বাসস



