ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে, নিখোঁজ শতাধিক

এছাড়াও উদ্ধারকর্মীরা বন্যায় নিখোঁজ থাকা কমপক্ষে ৪০০ মানুষের সন্ধান করছেন।

নয়া দিগন্ত অনলাইন
উদ্ধার তৎপরতা চলছে
উদ্ধার তৎপরতা চলছে |সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে ৪৪০ জনেরও বেশি নিহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে।

উদ্ধারকর্মীরা বন্যায় নিখোঁজ থাকা কমপক্ষে ৪০০ মানুষের সন্ধান করছেন। ভয়াবহ ঘূর্ণিঝড়জনিত বৃষ্টির কারণে সপ্তাহখানেক আগে যে বন্যা ও ভূমিধস হয়েছে তার নিচে অনেকেই চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পাঠানো হচ্ছে কিন্তু কিছু গ্রামে এখনো কিছুই পৌঁছায়নি। মৌসুমি বৃষ্টিপাত ও ঝড়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও শ্রীলঙ্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো অঞ্চলে বিপর্যস্ত এলাকাগুলোতে প্রায় ৯০০ জনের মৃত্যু হয়েছে।

ঘূর্ণিঝড় সেনয়ার নামের একটি অস্বাভাবিক ও অনেকটা বিরল উষ্ণমন্ডলীয় ঝড়ের কারণে ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস ও বন্যা সৃষ্টি হয়েছে। এতে বহু ঘরবাড়ি ভেসে গেছে ও হাজার হাজার ভবন পানিতে ডুবে গেছে। আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রায় বহু মানুষ নিখোঁজ বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

বিদেশী কিছু সহায়তাও দেশটিতে পৌঁছেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আচেহ অঞ্চলে চিকিৎসা সহায়তা পাঠিয়েছে মালয়েশিয়া।

পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাং থেকে ১০০ কিলোমিটার দূরে সুংগাই নিয়ালো গ্রামে রোববার নাগাদ বন্যার পানি নেমে যাওয়ার পর পুরো গ্রামের বাড়িঘর, যানবাহন ও ফসলের জমি কাদায় ঢেকে গেছে।

এদিকে পুলিশের একজন মুখপাত্র জানান, সুমাত্রায় লোকজন দোকানপাট ভেঙ্গে ফেলছে বলে খবর পাওয়া যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষায় সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘ত্রাণ সহায়তা পৌঁছানোর আগে এসব লুটপাট হচ্ছে। সেখানকার মানুষ জানত না যে তাদের জন্য সাহায্য আসবে এবং তারা ক্ষুধা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল।’

অন্যদিকে পুরো অঞ্চলজুড়েই বিপর্যয়ের খবর পাওয়া যাচ্ছে। থাইল্যান্ডে বন্যায় এখন পর্যন্ত ১৭০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে মালয়েশিয়া থেকেও। শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ৩৩০ জনের বেশি মানুষ মারা গেছেন বন্যা ও ভূমিধসের কারণে।

ফিলিপাইনে পরপর কয়েকটি বন্যায় ২০০ জনের বেশি মানুষের মৃত্যুর পর দ্বিতীয়বারের মতো রোববার আবারো সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। এতে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ।

সূত্র : বিবিসি