ট্রাম্পের শুল্ক নীতিতে আসিয়ান, চীন, জাপান ও কোরিয়ার উদ্বেগ

সুরক্ষাবাদী বাণিজ্য প্রবণতা বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে অর্থনৈতিক খণ্ডিতকরণ হচ্ছে। তা আঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ ও মূলধন প্রবাহে বিঘ্নতা সৃষ্টি করছে।

নয়া দিগন্ত অনলাইন
আসিয়ান লোগো
আসিয়ান লোগো |আনাদোলু

আসিয়ানভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা জাপান, চীন এবং দক্ষিণ কোরিয়ার সাথে একত্র হয়ে বিশ্বব্যাপী সুরক্ষাবাদী বাণিজ্য নীতির নেতিবাচক প্রভাব নিয়ে সতর্কতা জারি করেছেন।

ইতালির মিলানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বার্ষিক সভার ফাঁকে তারা এই আলোচনায় মিলিত হন এবং একটি নিয়ম-ভিত্তিক, অবাধ, ন্যায্য ও স্বচ্ছ বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তাদের যৌথ বিবৃতিতে বলা হয়, সুরক্ষাবাদী বাণিজ্য প্রবণতা বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে, যার ফলে অর্থনৈতিক খণ্ডিতকরণ হচ্ছে এবং তা আঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ ও মূলধন প্রবাহে বিঘ্ন সৃষ্টি করছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। তবে এই সতর্কতা স্পষ্টভাবে ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় এসেছে।

ট্রাম্প সম্প্রতি মিত্র ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ওপর বিস্তৃত আমদানি শুল্ক আরোপ করেছেন, যার আওতায় চীন ছাড়া সব দেশকে ৯০ দিনের জন্য সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়।

চীনের রফতানির ওপর সর্বোচ্চ ২৪৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। আর প্রতিশোধ হিসেবে চীনও মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক বসিয়েছে। আসিয়ানের সদস্যভুক্ত কম্বোডিয়া ও ভিয়েতনাম যথাক্রমে ৪৯ শতাংশ ও ৪৬ শতাংশ এবং জাপান ও দক্ষিণ কোরিয়া যথাক্রমে ২৪ শতাংশ ও ২৫ শতাংশ শুল্কের সম্মুখীন হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি