আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে রোববার রাতে আঘাত হানা ছয় মাত্রার ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
সোমবার (১ সেপ্টেম্বর) আনাদোলু নিউজ অ্যাজেন্সি এ তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে কুনার প্রদেশের নোরগাল জেলার মাজার উপত্যকায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জালালাবাদ থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে, মাত্র আট কিলোমিটার গভীরে। ফলে এর প্রভাব মারাত্মক আকারে ছড়িয়ে পড়ে। রাজধানী কাবুল থেকে শুরু করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।
স্থানীয়রা এটিকে দেশের ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বর্ণনা করেছেন।
ভূমিকম্পের ফলে পাহাড় ধসে সড়কপথ বন্ধ হয়ে পড়ায় উদ্ধারকর্মীরা সরাসরি দুর্গত এলাকায় পৌঁছাতে পারছেন না। প্রশাসন জরুরি ভিত্তিতে হেলিকপ্টার ব্যবহার করে আহতদের হাসপাতালে পাঠাচ্ছে। বিশেষ করে সাওকি জেলার দেবা গুল ও নুর গাল জেলার মাজার দারার দিকে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত।
আফগানিস্তানের অন্তর্বর্তী প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, দুঃখজনকভাবে ভূমিকম্পে আমাদের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলিতে প্রাণহানি ও ব্যাপক সম্পত্তি ক্ষতি হয়েছে। স্থানীয় কর্মকর্তারা ও বাসিন্দারা উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন, কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশের সহায়তা দল তৎপর।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর একই এলাকায় কমপক্ষে দু’টি পাঁচ দশমিক দুই মাত্রার আফটারশক হয়েছে।