জাপানের দক্ষিণাঞ্চলে একটি উপকূলীয় শহরে বুধবার (১৯ নভেম্বর) আগুনে ১৭০টিরও বেশি ভবন পুড়ে গেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। প্রায় ৫০ বছরের মধ্যে দেশটির কোনো শহরে এত বড় পরিসরে লাগা আগুন নেভানোর জন্য সামরিক ও দমকল বাহিনীর হেলিকপ্টারগুলো তৎপর রয়েছে।
আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে, ওইতা শহরের পাহাড়ি সাগানোসেকি জেলার বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখান থেকে ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুনের শিখা কাছাকাছি বনাঞ্চলীয় ঢাল ও উপকূল থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে একটি জনবসতিহীন দ্বীপেও ছড়িয়ে পড়েছে। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
জাপানের অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় এই আগুনের সূত্রপাত হয়। এতে ৪৮ হাজার ৯০০ বর্গমিটার এলাকা পুড়ে গেছে। যা প্রায় সাতটি ফুটবল মাঠের সমান। টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই জেলার ১৭৫ জন বাসিন্দা অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন।
সংস্থাটি আরো জানিয়েছে, আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একজন নিহত হয়েছে এবং ৫০ বছর বয়সী এক নারীকে সামান্য পুড়ে যাওয়ার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র : রয়টার্স



