সীমান্ত বিরোধ নিয়ে আলোচনার টেবিলে বসতে সম্মত হয়েছে এশিয়ার যুদ্ধরত প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো আহ্বানে এই উদ্যোগ গ্রহণ করে তারা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হন থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিও। সেখানে যুদ্ধবিরতি রক্ষার চেষ্টায় মধ্যস্থতাকারী পক্ষ সীমান্ত সহিংসতা বন্ধে জোর তাগিদ দেন। এরপর থাই পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকের ঘোষণা দেন।
উল্লেখ্য, জুলাই মাসে সীমান্ত সংঘর্ষ শুরু হওয়ার পর দক্ষিণ-পূর্ব এশীয় সংগঠন আসিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রথম যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর সময় সময় সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হলে তারা আবারো সহিংসতা জড়িয়ে পড়ে।
সূত্র : আল জাজিরা



