রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ২০টির বেশি দেশের বিশ্বনেতাদের অংশগ্রহণে চীনে এক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।
সোমবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তিয়ানজিনে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-ভুক্ত ১০ দেশের নেতারা লাল গালিচায় দাঁড়িয়ে গ্রুপ ছবি তোলেন। লাইভ ফুটেজে দেখা গেছে, সি চিনপিং, পুতিন ও মোদি একে অপরের সাথে স্বতঃস্ফূর্তভাবে আলাপ করছেন।
সম্মেলনে প্রধানত আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন ও অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
সূত্র : বাসস