১৪ বছর প্রচেষ্টার পর আসিয়ানের সদস্যপদ পেল পূর্ব তিমুর

পূর্ব তিমুর প্রথম ২০১১ সালে সদস্যপদের জন্য আবেদন করে এবং ২০২২ সালে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।

নয়া দিগন্ত অনলাইন
কুয়ালালামপুরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান
কুয়ালালামপুরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান |সংগৃহীত

মালয়েশিয়ায় রোববার (২৬ অক্টোবর) দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন (আসিয়ান)-এর শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে পূর্ব তিমুর এই জোটের ১১তম সদস্য হিসেবে যোগ দিয়েছে। ফলে ২৬ বছর পর প্রথমবারের মতো নতুন সদস্য পেয়েছে আসিয়ান।

এবার আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলনের আয়োজন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। যা রোববার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। ১৯৬৭ সালের পর পঞ্চমবারের মতো মালয়েশিয়া এই জোটের সভাপতিত্ব করছে।

কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে জোটের নেতারা পূর্ব তিমুরকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার জন্য একটি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন। পূর্ব তিমুর প্রথম ২০১১ সালে সদস্যপদের জন্য আবেদন করে এবং ২০২২ সালে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।

‘অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব’ প্রতিপাদ্যের অধীনে শীর্ষ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের নেতা ও শীর্ষ কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছেন।

১৩ লাখ জনসংখ্যার দেশ পূর্ব তিমুর ২০০২ সালে স্বাধীনতা লাভ করে। দেশটি ১৯৯৯ সালে কম্বোডিয়ার অন্তর্ভুক্তির পর দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটে যোগদানকারী প্রথম দেশ।

উল্লেখ্য, ১৯৬৭ সালের ৮ আগস্ট ব্যাংককে আঞ্চলিক সংস্থা আসিয়ান প্রতিষ্ঠিত হয়। এর সদস্যদের মধ্যে রয়েছে ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড