ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন লেগে নিহত ১৬

এ ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরো তিনজন। নিহতদের অনেকের লাশ তাদের নিজ নিজ কক্ষে পাওয়া গেছে।

নয়া দিগন্ত অনলাইন

ইন্দোনেশিয়ার সুলাভেসি দ্বীপে একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

জাকার্তা থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, উত্তর সুলভেসি প্রদেশের রাজধানী মানাদো শহরের ওই বৃদ্ধাশ্রমে রোববার রাত ৮টা ৩১ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। মানাদো সিটির ফায়ার অ্যান্ড রেসকিউ অ্যাজেন্সির প্রধান জিমি রোটিনসুলু এ তথ্য জানান।

তিনি আরো জানান, এতে ১৬ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরো তিনজন। নিহতদের অনেকের লাশ তাদের নিজ নিজ কক্ষে পাওয়া গেছে। সন্ধ্যায় সময় আগুন লাগার সময় অধিকাংশ বয়স্ক বাসিন্দা সম্ভবত কক্ষেই বিশ্রাম নিচ্ছিলেন।

তিনি বলেন, ১২ জনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আগুনে পুরো বৃদ্ধাশ্রমটি জ্বলছে। এ সময় স্থানীয় লোকজন এক বৃদ্ধকে উদ্ধার করতে সহায়তা করেন।

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটে। চলতি মাসেই রাজধানী জাকার্তায় সপ্তম তলা একটি অফিস ভবনে আগুনে অন্তত ২২ জন নিহত হন। এর আগে, ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়।

সূত্র : বাসস