অং সান সু চি ভালো আছেন: মিয়ানমার জান্তা

এর আগে, সু চির ছেলে কিম অ্যারিস মায়ের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।

নয়া দিগন্ত অনলাইন

মিয়ানমারের কারাগারে বন্দী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির স্বাস্থ্য ভালো আছে বলে জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির জান্তা পরিচালিত গণমাধ্যমে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে অং সান সু চির অবস্থা সম্পর্কে কোনো প্রমাণ বা বিশদ বিবরণ দেয়নি জান্তা বাহিনী। এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমার সরকারের মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

এর আগে, মিয়ানমারের সাবেক নেত্রী সু চির ছেলে কিম অ্যারিস মায়ের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যারিস বলেন, তার মায়ের স্বাস্থ্য ভেঙে পড়ছে। তার সম্পর্কে অনেক দিন ধরেই তেমন কিছু জানা যাচ্ছে না।

জান্তা বাহিনীর বিবৃতির প্রতিক্রিয়ায় আজ বুধবার রয়টার্সকে অ্যারিস বলেছেন, ‘সেনাবাহিনী দাবি করছে যে তিনি সুস্থ আছেন। তবুও তারা কোনো প্রমাণ, সাম্প্রতিক ছবি দিতে পারেনি। পরিবার, ডাক্তার বা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশাধিকার দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা। যদি তিনি সত্যিই সুস্থ থাকেন, তাহলে তারা তা প্রমাণ করতে পারে।’

অক্টোবরে এশিয়া টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যারিস বলেছিলেন, তিনি বিশ্বাস করেন যে তার মাকে রাজধানী নেপিদোর একটি নির্জন কারাগারে রাখা হয়েছে এবং ‘অন্যান্য বন্দীরাও তাকে দেখেনি’। সু চিকে দুই বছর ধরে দেখা যায়নি।

মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর সু চিকে গ্রেফতার করা হয়। তখন থেকেই তিনি কারাগারে আছেন। ৮০ বছর বয়সী সু চি রাষ্ট্রদ্রোহ, ঘুষ কেলেঙ্কারি, ভোট জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

সূত্র : আল জাজিরা