দক্ষিণ চীনের একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে।
গুয়াংডং প্রদেশের শানতোউ শহরে চার তলা একটি আবাসিক ভবনে মঙ্গলবার রাত প্রায় ৯টা ২০ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় রাত ১০টার দিকে ভয়াবহভাবে ছড়িয়ে পড়া এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে কী কারণে এই আগুনের সূত্রপাত তা এখন পর্যন্ত জানা যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।
গত মাসেই প্রতিবেশী হংকংয়ে ভয়াবহ আগুনে একাধিক বহুতল ভবন পুড়ে গিয়ে ১৬০ জনের প্রাণহানি ঘটে। ওই ঘটনার পর নতুন করে একই ধরনের এই দুর্ঘটনা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র : বাসস



