ইন্দোনেশিয়ার জাকার্তায় ভবনে আগুন, ২০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি ভবনে মঙ্গলবার অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

নয়া দিগন্ত অনলাইন
ইন্দোনেশিয়ার জাকার্তায় ভবনে আগুন, ২০ জনের প্রাণহানি
ইন্দোনেশিয়ার জাকার্তায় ভবনে আগুন, ২০ জনের প্রাণহানি |বাসস

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি ভবনে মঙ্গলবার অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

জাকার্তার প্রাণকেন্দ্রে সাত তলা একটি অফিস ভবনের প্রথম তলায় ব্যাটারি বিস্ফোরণে আগুন ধরে যায়। পরে তা উপরের তলাগুলোতেও তা ছড়িয়ে পড়ে।

সেন্ট্রাল জাকার্তার পুলিশ প্রধান সুশাত্যো পুরনমো কন্দ্রো জানান, এখন পর্যন্ত পাঁচ পুরুষ ও ১৫ নারীসহ ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নারীদের মধ্যে একজন গর্ভবতী ছিলেন বলে জানা গেছে।

তিনি আরো বলেন, তাদের বেশিরভাগের শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুশাত্যো জানান, ভবনের ভেতরে কেউ আটকে আছে কিনা, তা জানতে দমকল কর্মীরা এখনো তল্লাশি চালাচ্ছে। আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। তবে সবার চেয়ে অগ্রাধিকার দেয়া হচ্ছে লাশের পরিচয় নিশ্চিত করার বিষয়টি।

তিনি আরো জানান, ভবনের কয়েকটি তলায় প্রচণ্ড তাপ ও প্রবল ধোঁয়ার কারণে দমকল কর্মীরা ভবন ঠাণ্ডা করার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন।

ইন্দোনেশিয়ায় এমন প্রাণঘাতী অগ্নিকাণ্ড নতুন নয়। ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জনের প্রাণহানি এবং ৩৯ জন আহত হন।

সূত্র : এএফপি/বাসস