কম্বোডিয়ার সাথে পুনরায় ছড়িয়ে পড়া সীমান্ত সংঘর্ষের কারণে থাইল্যান্ডের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশ থেকে এখন পর্যন্ত এক লাখ ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) থাই সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সরকারি জনসংযোগ দফতর জানিয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত উবন রাচাথানি, সিসাকেত, সুরিন ও বুরিরাম প্রদেশে চলমান সংঘর্ষের কারণে মোট এক লাখ ৮০ হাজার ১২৫ জনকে স্থানান্তর করা হয়েছে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সীমান্তে গোলাগুলি ও সামরিক উত্তেজনা বৃদ্ধি পেতে থাকায় এই অঞ্চলগুলোতে জরুরি সতর্কতা জারি রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে থাই কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
সূত্র : বাসস



