নোবেল বিজয়ী চেন নিং ইয়াং মারা গেছেন : সিসিটিভি

বিশ্বখ্যাত বিজ্ঞানী ও পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারপ্রাপ্ত চেন নিং ইয়াং শনিবার বেইজিংয়ে মারা গেছেন।

নয়া দিগন্ত অনলাইন
নোবেল বিজয়ী চেন নিং ইয়াং
নোবেল বিজয়ী চেন নিং ইয়াং |বাসস

বিশ্বখ্যাত বিজ্ঞানী ও পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারপ্রাপ্ত চেন নিং ইয়াং শনিবার বেইজিংয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০৩ বছর। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি একথা জানিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচার কর্তৃক সিসিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

পূর্ব চীনের আনহুই প্রদেশের হেফেইতে জন্মগ্রহণকারী ইয়াং ১৯৪০-এর দশকে উচ্চশিক্ষা লাভের জন্য যুক্তরাষ্ট্রে চলে আসেন। পরে তিনি দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে অধিষ্ঠিত ছিলেন। শিক্ষকতা ছেড়ে দেয়ার পর তিনি ২০১৫ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন বলে জানা গেছে।

পরমাণু পদার্থবিদ্যার মৌলিক আইন হিসেবে সমতা সংরক্ষণের নীতিকে বিপর্যস্ত করার জন্য তিনি তার সহকর্মী সুং-দাও লির সাথে যৌথভাবে ১৯৫৭ সালের পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পান।

১৯৫০-এর দশকের গোড়ার দিকে মার্কিন পদার্থবিদ রবার্ট মিলসের সাথে মিলে ইয়াং-মিলস তত্ত্ব - যা বল বহনকারী কণাগুলোর মিথস্ক্রিয়া বর্ণনা করার জন্য একটি গাণিতিক কাঠামো বিকশিত হয়েছিল তার জন্যও তাকে সম্মান করা হয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ‘পরবর্তী বছরগুলোতে ইয়াং বেইজিংয়ের অভিজাত সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন। সেখানে তিনি ‘প্রতিভা বিকাশ ও নিয়োগ এবং আন্তর্জাতিক একাডেমিক বিনিময় প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।’

ইয়াংয়ের প্রথম স্ত্রী চিহ লি তু ২০০৩ সালে মারা যান। পরের বছরের ডিসেম্বরে ৮২ বছর বয়সী এই বিজ্ঞানী স্নাতক শিক্ষার্থী ওয়েং ফ্যানকে বিয়ে করেন, তখন তার বয়স ২৮ বছর।

সূত্র : এএফপি/বাসস