হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়েছে। এতে দুইজন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এসিটি-এর মালিকানাধীন বোয়িং ৭৪৭-৪৮১ এমিরেটস ফ্লাইট ইকে৯৭৮৮ স্থানীয় সময় সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে হংকংয়ে পৌঁছায়। উত্তরদিকের রানওয়েতে নামার সময় বিমানটির একটি গাড়ির সাথে ধাক্কা লাগে।
বেসামরিক বিমান চলাচল বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, এ সময় বিমানবন্দরের দুই গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। তাদের উদ্ধার করা হলেও পরে হাসপাতালে মারা যান বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম আরটিএইচকে।
বিমানে থাকা চারজন ক্রু সদস্য বেঁচে আছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত রানওয়েটি বন্ধ রয়েছে, তবে বিমানবন্দরের অন্য দুটি রানওয়ে এখনো চালু রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ১০টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে।
হংকংয়ের সরকারি বিমান পরিষেবা ক্ষতিগ্রস্ত রানওয়ের উপরে হেলিকপ্টার মোতায়েন করেছে, এবং ফায়ার সার্ভিস বিভাগের জাহাজগুলোও উদ্ধার কাজে অংশ নিয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
সূত্র : বিবিসি



