থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় শনিবার (২৯ নভেম্বর) নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশজুড়ে দশ লাখেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
থাই পিবিএস অনুসারে, সরকারি মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত শনিবার বলেছেন, শুধুমাত্র সঙ্খলা প্রদেশে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে।
সঙ্খলা ছাড়াও দক্ষিণের অন্যান্য প্রদেশে প্রাণহানি হয়েছে। এর মধ্যে রয়েছে নাখোন সি থাম্মারাতে নয়জন, ফাত্তালুংয়ে চারজন, ট্রাংয়ে দুইজন, সাতুনে পাঁচজন, পাত্তানিতে সাতজন, ইয়ালায় পাঁচজন এবং নারাথিওয়াতে চারজন।
দেশটিতে ২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় চলতি সপ্তাহে হাজার হাজার মানুষ তাদের ঘরে আটকা পড়েছে। এদিকে থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছেন।
দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের মহাপরিচালক তিরাপত কাচামাত বৃহস্পতিবার বলেন, বন্যা দক্ষিণাঞ্চলের নয়টি প্রদেশের ১০৫টি জেলাকে প্রভাবিত করেছে। যার ফলে ১০.৭ মিলিয়নেরও বেশি পরিবার এবং ২.৯ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উদ্ধার কাজে সহায়তা, খাবার ও পানি সরবরাহ, ভ্রাম্যমাণ রান্নাঘর, পানি পরিশোধন ইউনিট এবং উদ্ধারকারী নৌকা সরবরাহ করার জন্য জরুরি প্রতিক্রিয়া দলগুলোকে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সঙ্খলায় জরুরি অবস্থা ঘোষণা করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। জরুরি প্রতিক্রিয়ার নেতৃত্ব দেয়ার দায়িত্ব দেয়া হয় রয়েল থাই সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারকে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



