জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার (১২ ডিসেম্বর) ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর পরই সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে।
এর আগে, জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬.৭ জানিয়েছিল। স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে ২০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
এর মাত্র চার দিন আগেই জাপানের একই অঞ্চলে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
সোমবারের ওই ভূমিকম্পের পর জাপান সরকার উত্তরের হোক্কাইডো থেকে টোকিওর পূর্বে চিবা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের বাসিন্দাদের সতর্কবার্তা জারি করে জানিয়েছিল, এক সপ্তাহের মধ্যে আবারো একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
সূত্র : রয়টার্স



