ইন্দোনেশিয়ায় ধসে পড়া স্কুলের ধ্বংসস্তূপে ৯১ জনের চাপা পড়ার আশঙ্কা

অনুসন্ধান ও উদ্ধার দল ধ্বংসস্তুপের একটি অংশে এখনো ছয়জনের বেঁচে থাকার চিহ্ন শনাক্ত করেছে।

নয়া দিগন্ত অনলাইন
ধসে পড়া স্কুল ভবন
ধসে পড়া স্কুল ভবন |সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ধসে পড়া স্কুল ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো কমপক্ষে ৯১ জন আটকা পড়ে আছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। এর আগে, সংস্থাটি ৩৮ জনের আটকা পড়ার কথা জানিয়েছিল।

ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ছয়জন এখনো জীবিত আছে বলে জানিয়েছে সংস্থাটি। প্রায় দুই দিন ধরে তারা সেখানে আটকা পড়ে আছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে, ভারী যন্ত্রপাতি ব্যবহারের ফলে আরো ধস নামতে পারে। তাই যন্ত্রপাতি ছাড়াই গর্ত খনন করে জীবিতদের উদ্ধার প্রচেষ্টা চালানো হচ্ছে

এতে আরো বলা হয়েছে, ‘অনুসন্ধান ও উদ্ধার দল ধ্বংসস্তুপের একটি অংশে এখনো ছয়জনের বেঁচে থাকার চিহ্ন শনাক্ত করেছে। উদ্ধারকারীরা তাদের খাবার ও পানি সরবরাহ করতে সক্ষম হয়েছে।’

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, স্কুল ভবন ধসে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো প্রায় ১০০ জন। আহতদের মধ্যে ৭০ জনকে ছেড়ে দেয়া হয়েছে। ২৬ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে পরিসংখ্যানে এখনো চাপা পড়ে থাকা ভুক্তভোগীদের সংখ্যা উল্লেখ করা হয়নি।

পূর্ব জাভার সিদোয়ারজোতে অবস্থিত আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে দুর্ঘটনার পর ঘটনাস্থলে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, সামরিক বাহিনী ও পুলিশসহ ৩০০ জনেরও বেশি উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। সোমবার বিকেলে নামাজের সময় স্কুল ভবনটি ধসে পড়ে।

কর্তৃপক্ষ বলছে, উপরের তলায় অননুমোদিত নির্মাণ কাজ চলাকালীন স্কুলের ভিত্তিস্তম্ভগুলো ভেঙে পড়ে।

সূত্র : আল জাজিরা