ইন্দোনেশিয়ায় ১০ আরোহীসহ বিমান নিখোঁজ, ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে নিখোঁজ হওয়া ১০ আরোহীসহ একটি ছোট বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে, তবে যাত্রীদের এখনো খুঁজে পাওয়া যায়নি। দুর্গম এলাকা ও কুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার
ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার |সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে নিখোঁজ হওয়া একটি ছোট বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। তবে এখনো বিমানে থাকা ১০ আরোহীর সন্ধান মেলেনি বলে রোববার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

ইন্দোনেশিয়ান এয়ার ট্রান্সপোর্টের একটি টার্বোপ্রপ বিমান শনিবার বিকেলে যোগ্যাকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে যাত্রাকালে আকাশযান নিয়ন্ত্রণ কেন্দ্রের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার এক সংবাদ সম্মেলনে জানান, উদ্ধারকৃত ধ্বংসাবশেষের মধ্যে বিমানটির ফিউজলাজ, লেজের অংশ ও জানালার অংশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরিফ বলেন, নিখোঁজ যাত্রীদের খোঁজে আকাশপথেও একটি উদ্ধার ইউনিট মোতায়েন করা হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের বর্তমান অগ্রাধিকার হলো বিমানের আরোহীদের খুঁজে বের করা এবং আমরা আশা করছি এখনো কাউকে না কাউকে নিরাপদ অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।

আরিফ জানান, বিমানটি মাকাসার শহরের সীমানা ঘেঁষা বান্টিমুরুঙ্গ-বুলুসারাউং জাতীয় উদ্যানে অবস্থিত মাউন্ট বুলুসারাউংয়ে বিধ্বস্ত হয়েছে।

স্থল ও আকাশপথে পরিচালিত এই অনুসন্ধান অভিযানে দেশটি বিমান বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীসহ এক হাজারের বেশি মানুষ অংশ নিচ্ছে।

স্থানীয় সামরিক প্রধান বাঙ্গুন নাওকোও সাংবাদিকদের জানান, দুর্গম স্থান ও কুয়াশার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

বিমানে থাকা যাত্রীদের মধ্যে মৎস্য ও সামুদ্রিক বিষয়ক মন্ত্রণালয়ের তিনজন সরকারি কর্মচারী ও সাতজন ক্রু সদস্য ছিলেন।

মন্ত্রী সাকতি ওয়াহিউ ত্রেঙ্গোনো জানান, তারা ওই এলাকায় সম্পদের ওপর আকাশপথে নজরদারি কার্যক্রমে নিয়োজিত ছিলেন।

ইন্দোনেশিয়া হাজারো দ্বীপকে সংযুক্ত করতে বিমান পরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটির বিমান নিরাপত্তা রেকর্ড তুলনামূলকভাবে দুর্বল এবং সাম্প্রতিক বছরগুলোতে একাধিক প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছে।

সূত্র : বাসস