মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল কেনা বন্ধ করল চীন

চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোচায়না, সিনোপেক, সিএনওওসি ও ঝেনহুয়া অয়েল নিষেধাজ্ঞার কারণে অন্তত স্বল্পমেয়াদে রুশ তেল কেনাবেচা থেকে বিরত থাকবে।

নয়া দিগন্ত অনলাইন

রাশিয়ার দুইটি বৃহত্তম তেল কোম্পানি রোসনেফ্ট ও লুকোয়েলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো সমুদ্রপথে রুশ তেল কেনা বন্ধ করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) একাধিক বাণিজ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

এই পদক্ষেপটি এমন এক সময়ে নেয়া হলো, রাশিয়া থেকে সমুদ্রপথে সবচেয়ে বেশি তেল আমদানি করা দেশ ভারতও নতুন নিষেধাজ্ঞা মেনে তাদের রুশ তেল আমদানি কমানোর প্রস্তুতি নিচ্ছে। এতে মস্কোর তেল রফতানির ওপর চাপ তৈরি হবে এবং বিশ্বের শীর্ষ আমদানিকারকদের বিকল্প সরবরাহ খুঁজতে এবং বিশ্বব্যাপী দাম বাড়াতে বাধ্য করবে।

সূত্রগুলো জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোচায়না, সিনোপেক, সিএনওওসি ও ঝেনহুয়া অয়েল নিষেধাজ্ঞার কারণে অন্তত স্বল্পমেয়াদে রুশ তেল কেনাবেচা থেকে বিরত থাকবে। এই চার কোম্পানি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

চীন সমুদ্রপথে প্রতিদিন প্রায় ১.৪ মিলিয়ন ব্যারেল রুশ তেল আমদানি করলেও এর বেশিভাগই ছোট ও স্বাধীন পরিশোধক কোম্পানিগুলো কিনে থাকে। এর মধ্যে টি-পট নামে পরিচিত ছোট কোম্পানিও রয়েছে। তবে রাষ্ট্রীয় কোম্পানিগুলোর ক্রয়ের পরিমাণ নিয়ে নানা অনুমান রয়েছে।

ভোরটেক্সা অ্যানালিটিক্স ২০২৫ সালের প্রথম নয় মাসে চীনের রাষ্ট্রীয় সংস্থাগুলোর রাশিয়ার তেল আমদানির পরিমাণ দুই লাখ ৫০ হাজার ব্যারেলের নিচে বলে পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে এনার্জি অ্যাসপেক্টস-এর হিসাবে এর পরিমাণ পাঁচ লাখ ব্যারেল।

সূত্র : রয়টার্স