মালয়েশিয়া-থাই সমুদ্রসীমায় বাংলাদেশীসহ ৯০ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

মালয়েশিয়া-থাই সীমান্তের কাছে প্রায় ৯০ জন অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেলে।

নয়া দিগন্ত অনলাইন
মালয়েশিয়া-থাই সমুদ্রসীমায় বাংলাদেশীসহ ৯০ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি
মালয়েশিয়া-থাই সমুদ্রসীমায় বাংলাদেশীসহ ৯০ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি |বাসস

মালয়েশিয়া-থাই সীমান্তের কাছে প্রায় ৯০ জন অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেলে। এতে কমপক্ষে একজনের প্রাণহানি ঘটেছে। ওই দুর্ঘটনায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

মালয়েশিয়ার পুলিশ রোববার জানায়, এই ঘটনায় একজন নারী মারা গেছেন।

তিন দিন আগে কেদাহ পুলিশ প্রধান আদজলি আবু শাহ স্থানীয় গণমাধ্যমকে বলেন, ৯০ জনকে বহনকারী একটি নৌকা ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। একই সংখ্যক যাত্রী নিয়ে আরো দু’টি নৌকা নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে।

তিনি আরো বলেন, জীবিতদের খুঁজে বের করার জন্য উদ্ধার অভিযান চলছে।

দেশটির সমুদ্র কর্তৃপক্ষ জানিয়েছে, জনপ্রিয় মালয়েশিয়ার রিসোর্ট দ্বীপ ল্যাংকাউইয়ের ঠিক উত্তরে তারুতাও দ্বীপের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কেদাহ রাজ্যের সমুদ্র পরিচালক রোমলি মুস্তাফা বলেন, ‘এখন পর্যন্ত একজনের লাশসহ ১১ জনকে পাওয়া গেছে।’

সূত্র : এএফপি/বাসস