ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৩

বন্যা ও ভূমিধসের ঘটনায় ৩৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং তিনজন এখনো নিখোঁজ রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পশ্চিম সুমাত্রার একটি আবাসিক এলাকায় উদ্ধারকারী দল নৌকায় করে নারী ও শিশুদের সরিয়ে নিচ্ছে
পশ্চিম সুমাত্রার একটি আবাসিক এলাকায় উদ্ধারকারী দল নৌকায় করে নারী ও শিশুদের সরিয়ে নিচ্ছে |সংগৃহীত

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের সাতটি জেলা ও শহরে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত এবং আরো তিনজন নিখোঁজ রয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

উত্তর সুমাত্রা আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিপিবিডি) জরুরি প্রতিক্রিয়া, সরঞ্জাম ও সরবরাহ বিভাগের প্রধান ওয়াহিউনি পঞ্চাসিলাওয়াতি জানিয়েছেন, শনিবার থেকে মোট ১৩ জনের মৃত্যু এবং ৩৭ জনের আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তিনজন এখনো নিখোঁজ রয়েছে।

ওয়াহিউনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে প্রদেশজুড়ে একাধিক ভূমিধস ও আকস্মিক বন্যার খবর পাওয়া গেছে।

সংস্থাটি জানিয়েছে, ভারী বৃষ্টিপাত ও বন্যার ফলে বিভিন্ন এলাকায় ৩৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই হাজার ২৪৪ জন বাস্তুচ্যুত হয়েছে।

এদিকে প্রতিবেশী দেশ মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যে চলমান বন্যার কারণে ২১ হাজার ৮৩৪ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি