মালয়েশিয়া-থাইল্যান্ডের সীমান্তে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ২১

দুই সপ্তাহ আগে প্রায় ৩০০ জন রোহিঙ্গা মালয়েশিয়াগামী একটি জাহাজে উঠেছিলেন এবং বৃহস্পতিবার তাদের দুটি ছোটো নৌকায় স্থানান্তর করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী একটি নৌকা মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে ডুবে যাওয়ার পর কর্তৃপক্ষ কমপক্ষে ২১ জনের লাশ উদ্ধার করেছে। সোমবার (১০ নভেম্বর) পুলিশ ও নৌ-কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে যাত্রা শুরুর তিন দিন পর মালয়েশিয়ার ল্যাংকাউই দ্বীপের ঠিক উত্তরে থাইল্যান্ডের কো তারুতাও দ্বীপের কাছে নৌকাটি প্রায় ৭০ জন অভিবাসী নিয়ে ডুবে যায়।

মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট অ্যাজেন্সি (এমএমইএ) সাংবাদিকদের জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করা হচ্ছে। শনিবার থেকে মালয়েশিয়ার পানিসীমায় ১৩ জন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে, সোমবার সন্ধ্যায় কেদাহ ও পার্লিস রাজ্যের এমএমইএ পরিচালক রোমলি মুস্তাফা সাংবাদিকদের বলেছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান সাত দিন ধরে চলবে।

মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দুই সপ্তাহ আগে প্রায় ৩০০ জন রোহিঙ্গা মালয়েশিয়াগামী একটি জাহাজে উঠেছিলেন এবং বৃহস্পতিবার তাদের দুটি ছোটো নৌকায় স্থানান্তর করা হয়। ৭০ জন যাত্রী বহনকারী একটি নৌকা কিছুক্ষণ পরেই ডুবে যায়। অন্য নৌকায় থাকা প্রায় ২৩০ জন এখনো নিখোঁজ রয়েছেন।

সূত্র : আল জাজিরা