মিয়ানমারে ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা জান্তাবাহিনীর প্রধান মিন অং হ্লাইং বলেছেন, চলমান নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে। রোববার (২৮ ডিসেম্বর) রাজধানী নেপিদোতে নিজের ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।
মিন অং হ্লাইং বলেছেন, ‘আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিচ্ছি। সামরিক বাহিনী এই নির্বাচনের আয়োজন করছে বলে এর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে না।’
রোববার স্থানীয় সকাল ৬টায় ভোটকেন্দ্র খোলা হয়েছে এবং সূর্য ওঠার পর ভোটারদের তুলনামূলকভাবে নিয়মিত প্রবাহ দেখতে পাওয়া গেছে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির ৩৩০টি শহরের প্রায় এক-তৃতীয়াংশে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
মিয়ানমারে ২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির সেনাবাহিনী নোবেল বিজয়ী অং সান সু চির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। অভ্যুত্থানের পর থেকে দেশটির সামরিক বাহিনীর সাথে বিরোধী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীর গৃহযুদ্ধ চলছে।
জাতিসঙ্ঘ, কিছু পশ্চিমা দেশ এবং মানবাধিকার গোষ্ঠীসহ সমালোচকরা এই নির্বাচনকে এমন একটি অনুশীলন হিসেবে উপহাস করেছেন যা অবাধ, সুষ্ঠু বা বিশ্বাসযোগ্য নয়। তাদের মতে, নির্বাচনে সামরিক বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে না।
সূত্র : এএফপি



