ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত বেড়ে ৪৫

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি স্কুল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪ হয়েছে; উদ্ধারকারীরা এখনো নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।

নয়া দিগন্ত অনলাইন
ধ্বংসস্তূপে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা
ধ্বংসস্তূপে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা |সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুলভবন ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সোমাবর ৫৪ জনে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা এখনো নিখোঁজ বেশ কয়েকজনের সন্ধানে ভবনটির ধ্বংসস্তুপের ভেতর তল্লাশি চালিয়ে যাচ্ছে।

গত সপ্তাহে শিক্ষার্থীরা জোহরের নামাজের প্রস্তুতি নেয়ার সময় ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বহুতল ভবনের একটি অংশ হঠাৎ ধসে পড়ে।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসার্নাস)-এর অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্ত্যো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৫৪টি লাশ উদ্ধার করেছি।’

ইসলামিক বোর্ডিং স্কুলের ভবনটির ধ্বংসস্তূপের ভেতরে উদ্ধারকর্মীরা এখনো দিনরাত কাজ করে যাচ্ছে।

যুধি ব্রামান্ত্যো আরো বলেন, ‘আমরা আশা করি, আজ (সোমবার) উদ্ধারকাজ শেষ করতে পারব এবং আমরা লাশগুলোকে তাদের (পরিবারের কাছে) ফেরত দেবো।’

জাতীয় দুর্যোগ সংস্থার (বিএনপিবি) উপ-প্রধান বুদি ইরাওয়ান বলেন, ধসটি ছিল এ বছরের এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ।

তিনি আরো বলেন, এই ঘটনায় কমপক্ষে ১৩ জন এখনো নিখোঁজ রয়েছে।

বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ধারণা করছেন, নিম্নমানের নির্মাণকাজ এই ধসের জন্য দায়ী হতে পারে।
সূত্র : বাসস