ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়াবহ ভূমিধসে এ পর্যন্ত অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবার এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, নিখোঁজ আরো ১২ জনকে উদ্ধারে তৎপরতা চলছে।
গত বৃহস্পতিবার প্রবল বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধস মধ্য জাভা প্রদেশের তিনটি গ্রামে আঘাত হানে। এতে কয়েকটি বাড়ি ধসে পড়ে এবং অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রধান মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘শনিবার স্থানীয় সময় বিকেল পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ১২ জনকে খোঁজা হচ্ছে।
তিনি জানান, উদ্ধার অভিযানে ত্রাণকর্মী, সেনা, পুলিশ ও স্বেচ্ছাসেবকসহ ৭০০ জনেরও বেশি সদস্য অংশ নিচ্ছেন। সরকার ইতোমধ্যে খননযন্ত্র ও ট্র্যাকিং কুকুর মোতায়েন করেছে।
জাতীয় দুর্যোগ সংস্থার এক মুখপাত্র বৃহস্পতিবার দু’জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছিলেন। শুক্রবার আরো একজনের লাশ পাওয়া যায় এবং শনিবার আটজনের লাশ উদ্ধার হয় বলে আবদুল্লাহ জানান।
জাতীয় আবহাওয়া দফতর সপ্তাহের শুরুতে সতর্ক করেছিল, প্রবল বর্ষণসহ চরম আবহাওয়া হাইড্রোমেটিওরোলজিক্যাল দুর্যোগ ডেকে আনতে পারে। আগামী কয়েক সপ্তাহে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দেশটিতে প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলা বর্ষাকালে ভূমিধস, আকস্মিক বন্যা ও পানিবাহিত রোগ দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের কারণে মৌসুমি ঝড়ের ধরণ, স্থায়িত্ব ও তীব্রতা বদলে গেছে, ফলে বৃষ্টিপাত বেড়েছে, আকস্মিক বন্যা ও প্রবল ঝড়ো হাওয়া দেখা দিচ্ছে।
চলতি নভেম্বরের শুরুতে পাপুয়ার একটি প্রত্যন্ত এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়।
সূত্র : এএফপি/বাসস



