চীনে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

চীনের ইনার মঙ্গোলিয়ায় বাওগাং ইউনাইটেড স্টিল কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে, বহু মানুষ আহত হয়েছেন এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন।

চীনে ইস্পাত কারখানায় বিস্ফোরণ
চীনে ইস্পাত কারখানায় বিস্ফোরণ |সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলে একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার এ তথ্য জানায়। সপ্তাহের শেষে ঘটে যাওয়া ওই বিস্ফোরণে আরো বহু মানুষ আহত হন।

সিনহুয়া জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত একজনের খোঁজ মেলেনি। স্থানীয় উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য দেয়া হয়।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, রোববার স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলের বাওগাং ইউনাইটেড স্টিল কারখানায় ৬৫০ ঘনমিটার ধারণক্ষমতাসম্পন্ন পানি ও বাষ্প ট্যাংক থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়।

এর আগে সিনহুয়া জানায়, বিস্ফোরণের পর ৮৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানার ভেঙে পড়া ছাদ ও ধ্বংসস্তূপ দেখা যায়। আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ঘটনাস্থলে ছিল অগ্নিনির্বাপণ যান।

অন্য ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের সময় একটি বস্তু আকাশে ছিটকে যায়। কারখানা এলাকা থেকে ধোঁয়া বের হতে থাকে। ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকতে দেখা যায় একটি বড় নলাকৃতির ধাতব অংশ, যা কারখানা থেকেই ছিটকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

কয়েক কিলোমিটার দূরের বাসিন্দারা জানান, বিস্ফোরণের ধাক্কায় তাদের বাড়িঘর কেঁপে ওঠে। জানালার কাচ ভেঙে যায়।

চীনে এর আগেও বেশ ক’টি শিল্প দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গত জুনে মধ্য চীনের হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু ও ২৬ জন আহত হন।

২০১৫ সালে, বন্দর নগরী তিয়ানজিনে দাহ্য রাসায়নিক মজুত থাকা এক গুদামে বিস্ফোরণে ১৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু ও ৭০০ জন আহত হয়।

সূত্র : বাসস

Topics